নিয়োগ পরীক্ষায় নকল প্রতিরোধে ৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

আরো পড়ুন

সরকারি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় নকল প্রতিরোধে ভারতের আসামে চার ঘণ্টা ইন্টারনেট কার্যক্রম বন্ধ ছিল। স্থানীয় সময় রবিবার পরীক্ষার্থীদের নকল প্রতিরোধে কেন্দ্রগুলোর নিকটে পরীক্ষা চলাকালীন মোবাইল ইন্টারনেট কার্যক্রম বন্ধ রাখে রাজ্যটির কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।

প্রতিবেদনটিতে বলা হয়, আসাম রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের জন্য ২৭ হাজার পদের বিপরীতে ১৪ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। নিয়োগ সম্পন্ন করতে তিন ধাপে পরীক্ষা নেয়া হবে।

রাজ্যটির সরকারি নিয়োগের গ্রেড-৩ এবং গ্রেড-৪ পদের নিয়োগের জন্য রবিবার প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সময়ে নকল প্রতিরোধের অংশ হিসেবে সিআরপিসির সেকশন-১৪৪ ধারা জারির ব্যবস্থাও করা হয়।

নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিক নির্দেশনা দেয়ার জন্য পরীক্ষা চলাকালে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যটির ডেপুটি কমিশনার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে অনলাইনে বৈঠক করেন।

আগামী ২৮ আগস্ট এবং ১১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ