মেয়র পদ ফিরে পেতে জাহাঙ্গীর আলমের রিট, আদেশ মঙ্গলবার

আরো পড়ুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

গত সপ্তাহে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ জাহাঙ্গীর আলমের পক্ষে এ রিট দায়ের করেন।

পরে গত বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উূদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

রবিবার (২১ আগস্ট) সংশ্লিষ্ট কোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

রিট সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন বলেন, রিটে জাহাঙ্গীর হোসেনকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) আদেশের দিন রেখেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ