ইয়াবাসহ রোহিঙ্গা স্বামী ও স্ত্রী গ্রেফতার

আরো পড়ুন

গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাব সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাজ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার রেজাউল সরকার (৩১) ও তার স্ত্রী মুন্নিকে (২৭) গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মুন্নি একজন রোহিঙ্গা।

পুলিশ আরো জানায়, বসুগাঁও এলাকার রেজাউল সরকার সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পূবাইল থানাধীন এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইয়াবাগুলো বিক্রির জন্য দুদিন আগে মুন্নির ছোট বোন ছমিরার কাছ থেকে সংগ্রহ করেন তারা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।মুন্নি ও রেজাউল সরকার ছাড়াও মুন্নির ছোট বোন ছমিরাকে আসামি করা হয়েছে। ছমিরা পলাতক রয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ