শ্রীলংকার পর এবার রিজার্ভ সংকটে ভুটান

আরো পড়ুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় সকল ধরনের যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এশিয়ার দেশ ভুটান। তবে নিত্যপণ্য, কৃষি যন্ত্রপাতি এবং ভুমি ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি আমদানি অব্যাহত থাকবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভুটান সরকার এক বিবৃতিতে জানায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় সকল ধরনের যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হবে।

বিশ্বব্যাপী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভুটানেও পড়েছে। করোনার পাশাপাশি যুদ্ধের কারণে তেল এবং শস্যের দামের ঊর্ধ্বগতির প্রভাবও অব্যাহত রয়েছে দেশটিতে। আবার করোনাভাইরাস মোকাবেলায় জিরো কভিড পলিসির কারণে গত দুই বছর ধরে বিদেশী পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে রিজার্ভ কমতে শুরু করেছে।

ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়েল মনিটারি অথরিটি অব ভুটান কর্তৃক গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বর শেষে ৯৭ হাজার কোটি ডলারে নেমে এসেছিল। যা ২০২১ সালের এপ্রিলে ১৪৬ কোটি ডলার ছিল।

দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রাম বা ২০ হাজার ডলারের কম দামের ইউটিলিটি বাহন আমদানির অনুমতি দেয়া হবে। পর্যটন খাতের উন্নতির জন্য ব্যবহৃত যানবাহনের আমদানিতে এ ছাড় দেয়া হবে।

ভুটানভিত্তিক দৈনিক কুয়েনসেল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভুটান চলতি বছরের জুন থেকে ৮ হাজারের বেশি যানবাহন আমদানি করেছে এবং এটি রিজার্ভ হ্রাসের প্রধান কারণগুলোর একটি বলেও উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ