স্ত্রী-শাশুড়িকে গলাকেটে যুবকের আত্মহত্যাচেষ্টা

আরো পড়ুন

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়ির গলাকেটে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।

শুক্রবার (২০ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে বাদামবাগিচার ২ নম্বর রোডের বাসায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, এ মাসের ১ তারিখ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদের (৩০) স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম (৫১) নগরীর বাদাম বাগিচার বকুল মিয়ার বাসা ২৩/২ ভাড়া নেন। ওই বাসায় শাহজাহান ও সুলতানা দম্পতির দুই সন্তান তানহা (৮) ও মাহবুবুল আলমকে (৬) নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। মাঝে মধ্যে আসতেন স্বামী শাহজাহান।

শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে শাহজাহান তার স্ত্রী ফারজানাকে ও শাশুড়ির কুপিয়ে তারপর নিজের গলায় ছুরি চালান তিনি। এসময় সন্তানদের কান্নাকাটিতে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পরে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পুলিশকে খবর দেন। কাউন্সিলর শামীম লোকজন নিয়ে আহত স্ত্রী ও শাশুড়িকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ শাহজাহানকে ওসমানী হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তবে কী কারণে এমন ঘটনা প্রাথমিকভাবে জানা যায়নি।

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করছি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ