জন্মদিনের উপহার কিনতে গিয়ে প্রাণ গেলো ৩ বন্ধুর

আরো পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তরপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তারা তিনজনই ছুফুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ জানান, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়া বাজারে যাচ্ছিল। নালঘর রাস্তার মাথা এলাকায় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অটোরিকশা চালক পলাতক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ