জনগণ বিএনপির সঙ্গে নেই: মাহবুব উল আলম হানিফ

আরো পড়ুন

বিএনপির আন্দোলন বা সরকার পতনের ঘোষণা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা মাত্র। জনগণ তাদের সঙ্গে নেই। বিএনপির এসব ঘোষণা নিয়ে মানুষ আর কিছু ভাবে না। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানানোর স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির গুম-খুনের অভিযোগ আসলে মিথ্যাচার। এটা বহুবার প্রমাণিত হয়েছে। সরকারের বিরুদ্ধে বলার মতো তাদের কাছে কিছু নেই, তাই তারা মনগড়া মিথ্যাচার লিপ্ত রয়েছে। মানুষকে বিভ্রান্ত করা আর বিদেশিদের কাছে ধরনা দিয়ে সরকারের পতন ঘটনার স্বপ্ন দেখছে বিএনপি। আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই নয়, মাটি এখন কংক্রিটের মত শক্ত। আর বিএনপির পায়ের তলায় মাটি নেই বলেই তারা কান্নাকাটি করে বেড়াচ্ছে। বিএনপির কর্মসূচিতে সরকার কোনো বাধা দেবে না। তবে কর্মসূচির নামে নাশকতা করলে কঠোরভাবে দমন করা হবে।

আলোচনায় বক্তব্য রাখেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ