খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইউনিয়ন পরিষদের সদস্যসহ পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন ফুলতলা ইউনিয়নের খানজাহানপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শেখ খলিলুর রহমান, পয়গ্রাম কসবা এলাকার কাজী মোজাফ্ফর হোসেন, কাজী শামছুন্নাহার বেগম,কাজী আনোয়ার হোসেন, গাড়াখোলা এলাকার আকবর সরদার, মাসুদ মহলদার, জামিরা ইউনিয়নের ধোপাখোলা এলাকার সোহাগ মোল্যা, পিপরাইল এলাকার রাকিবুল মোল্যা। তারা সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করে খুলনা জেলা আদালতে পাঠানো হয়েছে।

