সারাদেশে একযোগে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। জাতীয় পর্যায়ের মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখাসহ নানা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৮ হাজার ৮৪টি এবং পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ২৯১টি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, যার মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এদের জন্য ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
এ বৃহৎ পরিসরের পরীক্ষাকে ঘিরে সারাদেশে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে বাড়তি সতর্কতা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।