কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা

আরো পড়ুন

কক্সবাজারের বাঁকখালী নদীতে পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে পর্যটক বোঝাই করার ঠিক আগমুহূর্তে জাহাজটিতে আগুন লাগে। তবে কোনো পর্যটক তখনো জাহাজে না ওঠায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো পর্যটক সংগ্রহের জন্য সকাল ৭টার দিকে জাহাজটি ঘাটে আসছিল। এমন সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রশাসনের বক্তব্য
ঘটনাস্থলে উপস্থিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের নিরাপত্তা ও যাত্রা তদারকি করতে প্রশাসনের টিম ঘাটে অবস্থান করছিল। ঠিক সেই সময়েই আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেখতে পাই। আগুন নেভানোর কাজ চলছে, তবে জাহাজটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।” তিনি আরও যোগ করেন, পর্যটকরা ওঠার আগেই আগুন লাগায় বড় কোনো বিপর্যয় ঘটেনি।
বর্তমান পরিস্থিতি
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানিয়েছেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
মূল পয়েন্টগুলো একনজরে:
* জাহাজের নাম: দ্যা আটলান্টিক ক্রুজ।
* স্থান: নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদী।
* সময়: শনিবার, সকাল ৭টা।
* হতাহত: কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
* ক্ষয়ক্ষতি: জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ