প্রধানমন্ত্রীকে গালি দেয়া আবু তালেব গ্রেফতার

আরো পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেয়ায় আবু তালেব নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার (১০ আগস্ট) মধ্যরাতে উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে আবু তালেবকে গ্রেফতার করা হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেয়ায় গাংনী উত্তরপাড়ার শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ০৮।

মামলার তদন্তকারী উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, মামলার আসামি আবু তালেবকে গ্রেফতার করার পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ