যশোরে স্বাক্ষর জাল করে প্রতারণা, মুলহোতাসহ দুইজনকে ধরলো ডিবি

আরো পড়ুন

সরকারি কর্মকর্তার ছদ্দবেশ ধারণ করে প্রতারণার মাধ্যমে টাকা আত্নসাৎ ও স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে যশোরের কোতয়ালী থানায় তিনজনের নামে মামলা হয়।

খুলনা জেলার রুপসা উপজেলার দুর্জ্জনি গ্রামের আবুল হাসান মোল্লা (৩২) বুধবার দুপুরে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন, নড়াইল সদর উপজেলার রথডাঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার শ্বশুর শামছুর ড্রাইভারের বাড়িতে বসবাসকারী আশরাফ আলী (৪৬), মাগুরার শ্রীপুর উপজেলার কালীনগর গ্রামের আকমত আলী মন্ডল ওরফে সালাম (৫৯) ও চর উদাস গ্রামের জু মন্ডল (৩২)। এদের মধ্যে ডিবি পুলিশ মুলহোতা সালাম ও আশরাফকে আটক করেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) প্রথমে যশোরের মনিহার এলাকা থেকে আশরাফ আলীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন বুধবার রাতে আকমত আলীকে মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, ভুক্তভোগীসহ ৫ ব্যক্তির স্বাক্ষরিত একটি নন জুডিসিয়াল স্ট্যাম্প, জাল দলিল, নড়াইল পৌরসভার সীল মোহর, নড়াইল সদর থানা শিক্ষা অফিসারের সীল মোহর, একই নম্বরের দুইটি ২০ টাকার নোটসহ তিনটি একশ টাকা নোট, দুইটি মোবাইল ফোনসেট ও একটি ইজিবাইক জব্দ করা হয়। রাজু মন্ডলের বাড়ি অভিযান চালিয়ে পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি বলে জানায় ডিবি পুলিশ।

ডিবি জানায়, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের মুলহোতা আকামত আলী মন্ডল (ছদ্দনাম সালাম) প্রতারণার উদ্দেশ্যে একই নম্বরের একাধিক টাকার নতুন নোট তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে দেখায় ও প্রতারণার ফাঁদে ফেলে একই নম্বরের মোটা অংকের টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কৌশলে অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করে। প্রতারিত ব্যক্তির কাছ থেকে কৌশলে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে উল্টো তাকে ফাঁসিয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে থাকে তারা।

আবুল হাসান মোল্লা (৩২) একজন ইলেকট্রিক ব্যবসায়ী। খুলনার ডাকবাংলোর মোড়ে তার একটি দোকান আছে। তিনি যশোরের পুরনো খুলনার বাসস্ট্যান্ড নীলগঞ্জ আনারস পট্টিএলাকার বাইতুল করিম মসজিদের ভেতরে প্রতারণার শিকার হন। দুই প্রতারক তার কাছ থেকে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে দেয়। তার কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও করিয়ে দেয়। যা আটক আকমত আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে এই ধরনের প্রতারণার আরো অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ