যশোরে বাস ভাড়া: জেনে নিন কোন রুটে কত টাকা বাড়লো

আরো পড়ুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে যশোর থেকে চলাচল করা সব রুটের বাসের ভাড়া বাড়ানো হয়েছে। আগের ভাড়া থেকে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে।

রবিবারই (৭ আগস্ট) যশোরের বিভিন্ন বাসস্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে বর্ধিত ভাড়া নেয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। সংশ্লিষ্টরা বলছেন, যশোর-খুলনা রুটে বাস ভাড়া ছিলো ১১০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ১৪০ টাকা। যশোর-বেনাপোল ৬০ টাকার স্থলে ৮০, যশোর-সাতক্ষীরা ১২০ টাকার স্থলে ১৫০ টাকা, যশোর-বাগআঁচড়া ৬০ টাকার স্থলে ৮৫, যশোর-মণিরামপুর ৩০ টাকার জায়গায় ৪০ টাকা, কেশবপুর ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা, যশোর-নড়াইল ৫০ টাকার স্থলে ৭৫, যশোর-কুষ্টিয়া ১৭০ টাকার পরিবর্তে ২০০ টাকা, যশোর-চৌগাছা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, যশোর-ছুটিপুর ৪০ টাকার স্থলে ৫০ টাকা, যশোর-জীবননগর ১০০ টাকার স্থলে ১৩০, যশোর-মাগুরা ৮০ থেকে ১০০ টাকা নির্ধারণ করা করা হয়েছে। এছাড়া, যশোর-ঢাকার এবং যশোর-সিলেট পরিবহনে নন এসিতে ১০০ ও এসি বাসে ২০০ টাকা বাড়িয়েছে মালিকপক্ষ।

তবে, বাসমালিকরা বলছেন, তেলের মূল্য যখন প্রতি লিটার ৬৫ টাকা ছিল, তখন প্রতি কিলোমিটার এক টাকা ৪২ পয়সা হারে নেয়া হতো, এরপর তেল ৬৫ থেকে যখন ৮০ টাকা লিটার করা হয় তখন প্রতি কিলোমিটার ৩৮ পয়সা করা হয়েছিল। কিন্তু এক লাফে যখন তেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধি করা হলো তখন প্রতি কিলোমিটারে ৮০ পয়সা ভাড়া বাড়ানো উচিৎ। অথচ তা না হয়ে মাত্র ৪০ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সবমিলিয়ে এখন প্রতি কিলোমিটারের ভাড়া দাঁড়িয়েছে দুই টাকা ২০ পয়সা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ