সারাদেশে এলাকাভিত্তিক শুরু হয়েছে লোডশেডিং। এর পরিপ্রেক্ষিতে যশোরে লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ওয়েস্টজোন পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
রবিবার (০৭ আগস্ট) বিকালে ওজোপাডিকোর ওয়েবসাইটে এ সিডিউল প্রকাশ করা হয়। যা আজ সোমবার (০৮ আগস্ট) কার্যকর হবে।
জাগো/আরএইচএম

