যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ফেনসিডিলসহ নজমুল মোড়ল (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৬ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়।
আটক নাজমুল বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের মহব্বত মোড়লের ছেলে।
ডিবি জানায়, ডিবি যশোরের এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নজমুলকে আটক করা হয়।
এএসআই শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেছে বলে জানায় ডিবি।

