ক্লাবের পর্যায়ের সবশেষ মৌসুম বাদ দিলে চিরকাল সাপে-নেউলে সম্পর্ক সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের মধ্যে। কিন্তু গত মৌসুমে দুজনের ঠিকানা চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ছেড়ে এক পিএসজিতে মিলে যায়। তখন থেকেই মেসি আর রামোসের রসায়ন শুরু। ইতোমধ্যে বন্ধুত্বও হয়ে গেছে দুজনের। তাই এক বন্ধুর প্রশংসা করতে অন্যজন যেন কোনো কার্পণ্য করছেন না।
কয়েকদিন আগেই মেসিকে নিয়ে যে মন্তব্য করলেন রামোস তাতে রীতিমতো খুশি হবার কথা আর্জেন্টিকা তারকা ভক্তদের। ৩১ আগস্ট দারুণ পারফরম্যান্সে নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে এক হালি গোলের জয় দিয়ে শিরোপা উদযাপন করেছে ফরাসি জায়ান্টরা। ট্রফি দোঁ চ্যাম্পিয়ন হওয়ার ওই ম্যাচের সেরা খেলোয়াড় হন মেসি। ম্যাচ শেষে রামোস জানালেন মেসির সতীর্থ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।
ম্যাচ শেষে ২০১০ বিশ্বকাপজয়ী ফুটবলার প্রশংসায় ভাসান মেসিকে, ‘মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার। তার প্রশংসা করতে হয় না, সে নিজের খেলা দিয়েই প্রশংসা আদায় করে নেয়। আশা করি, সে এভাবেই খেলা চালিয়ে যাবে।’
ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে ফরাসি সুপারে কাপে নঁতের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। দলের জয়ে দুটি করেন করেন মেসি ও রামোস।
ম্যাচের প্রথমদিকে নেইমারের পাস ধরে গোলরাক্ষককে কাটিয়ে ডান পায়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মেসি। দল এগিয়ে যায় তার গোলে। আর ৫৭তম মিনিটে দারুণ ব্যাকহিলে লক্ষ্যভেদ করেন রামোস। জোড়া গোলের দেখা পান নেইমার।
উল্লেখ্য, মেসির সঙ্গে পিএসজিতে যোগ দেওয়ার শুরুতেই রামোসের সখ্যতা গড়ে উঠে। শত্রুতা ভুলে মেসিকে নিজের বাড়িতে থাকতে আমন্ত্রণও জানিয়েছিলেন সাবেক রিয়াল তারকা।

