সিংড়ায় নানা-নাতি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

আরো পড়ুন

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, জমির শেখ (৭০) ও তার নাতি স্কুলছাত্র পাপ্পু হোসেন (১২) নামের দুজনের মৃত্যু হয়েছে।পাপ্পু উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য জানান, প্রতিদিনের মতো বুধবার বিকেলে নাতি পাপ্পুকে নিয়ে মাছ ধরার জন্য বের হন নানা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসে না। এসময় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। পরে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে নানা-নাতির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই ইউপি সদস্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ