মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে নবগঠিত ইবি শাখা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

আরো পড়ুন

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে নিজেদের কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (৩ আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন মুজিব ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহীদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে দলীয় টেন্ডে উপস্থিত হয় নতুন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, আমি এই শোকের মাসকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। শোকের মাসে তোমরা নতুন দায়িত্ব পেয়েছো তোমাদের জন্য শুভকামনা। ছাত্ররাজনীতিতে তোমাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে। এজন্য আত্মজীবনী ও কারাগারের রোজনামচা ভালো করে পড়তে হবে। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যেন সংগঠন বা বিশ্ববিদ্যালয়ের কোনো বদনাম না হয়। শুধু ভালো নেতা নয় ভালো ছাত্রও হতে হবে। এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ছাত্রলীগের শুধু নেগেটিভ নিউজই নয় পজেটিভ নিউজও করতে হবে।

প্রসঙ্গ, গত ৩১ জুলাই রাত ১১ টায় ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ইবিতে ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ