যশোরে ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎ চোর ধরা!

আরো পড়ুন

যশোরের কুয়াদায় সোবহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যুতের লাইন চুরি করে ইজিবাইক চার্জ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদরের কুয়াদা বাজার সংলগ্ন কামালপুর-খরিচাডাঙ্গা রোডে বাজুয়াডাঙ্গা গ্রামের খালেক মোড়লের ছেলে আলোচিত সোবহান মোড়ল তার বাড়িতে, দীর্ঘদীন ধরে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লাইন চুরি করে ইজিবাইক চার্জ দেয়া ও পোল্টি মুরগির ফার্ম চালিয়ে আসছিলো।

তারই ধারাবাহিকতায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোকজন সোবহানের বাড়িতে এসে চুরি করে ইজিবাইক চার্জ দেয়াকালে তাকে হাতেনাতে ধরে ফেলে। তখন কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে যায়।

সে সময় সোবহান গং বিদ্যৎ অফিসের কর্মীদের ওপর চড়াও হয়। তখন উপায় না পেয়ে ওই দুইজন কর্মী মণিরামপুর বিদ্যুৎ অফিসে ফোন করলে ৩ দফায় অফিস থেকে আরো লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এক পর্যায়ে আলোচিত সোবহানের বাড়ির সেই মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি তারা খুলে অফিসে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, এই সোবহানের বাড়িতে এলাকার চিহ্নিত চোরচক্র ইজিবাইক নিয়ে আসা-যাওয়া করে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় অনেক আওয়ামী লীগ পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা করাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডে অতিষ্ট মানুষ পরিত্রাণ চাই।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম ফিরোজ কবির জানান, ডিপার্টমেন্ট এটা ধরে নোট দিয়েছে ফিন্যান্স ডিপার্টমেন্ট এখন ওই ডিপার্টমেন্ট কি করবে সেটা তাদের বিষয়।

এ বিষয়ে এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ