রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের আলীকদমে চলাচলের রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়া এলাকায় এমন ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করা হয়।

জানা যায়, পান বাজার মেইন রোড থেকে বটতলী পাড়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি প্রায় ২০০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা। বর্ষার সময় এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বার বার অনুরোধ করেন স্থানীয়রা। তারা কোনো উদ্যোগ না নেওয়াতে রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন এলাকাবাসী।

স্থানীয় রফিকুল ইসলাম (৩২) জানান, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বার বার তাগাদা দিয়েও কোনো কাজ হয়নি। এ কারণে এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে।

বটতলী পাড়ার পাড়া সর্দার ফেরদৌস রহমান (৫০) জানান, মেইন রাস্তা থেকে পাড়ায় চলাচল করার একমাত্র রাস্তা এটি। কিন্তু বর্ষাকালে পাহাড় থেকে মাটি সরে এসে পুরো রাস্তা কাঁদা দিয়ে ভরে চলাচলের অনুপযোগী হয়ে যায়। সে জন্যে এলাকার কিছু মানুষ কাঁদামাটি যুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছে। কি জন্য তারা এ কাজটি করেছে, সে ব্যাপারে তাদের সঙ্গে কথা বলা হবে।

আলিকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আবু ছালাম জানান, রাস্তাটিতে ব্রিক সলিন ছিল। ইট তুলে ফেলে বর্তমান আওয়ামী লীগ সরকারের বদনাম করার জন্য পাড়ার কিছু দুষ্ট লোক রাস্তায় ধানের চারা রোপণ করেছে। তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে।

আলিকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, পান বাজার মেইন রোড থেকে বটতলী পাড়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পিচঢালা করার জন্য ইতোমধ্য স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তর থেকে প্রায় দেড় কোটি টাকার বাজেট ধরে প্রকল্প প্রণয়ন করা হয়েছে। রাস্তার কাজ আগামী অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আলিকদম উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ মাহামুদ জানান, পান বাজার থেকে বটতলী পাড়া পর্যন্ত দেড় থেকে দুই কিলোমিটার রাস্তার দেড় কোটি টাকার প্রাক্কলন বাজেট তৈরি করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে রাস্তার কাজ শুরু করা হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ