কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কারাগারে মা-ভাই

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: রাতের আঁধারে এক কিশোরীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার মা ও বড় ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এই কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মাসুদ রানার স্ত্রী (কনের মা) জোসনা বেগম এবং ছেলে সোহাগ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শক্রবার রাতে উপজেলার বৈগ্রাম এলাকায় এক কিশোরীর (১৬) বিয়ে দেন মা ও বড় ভাই। পরে খবর পেয়ে শনিবার সকালে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা ও ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে ইউএনও নূরে আলম বলেন, বাল্যবিয়ের খবরে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও ছেলেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ