ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোংলায় স্কুলের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে ইয়ামিন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার মোংলা পৌর এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোডের দিগন্ত কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর জি এম আল আমিন বলেন, শনিবার সকালে শিশুটি বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির লোকদের অগোচরে পাশের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। বৃষ্টির কারণে সেখানে ওই খোলা ট্যাংকে পানি জমে ছিল। অনেকক্ষণ ধরে না দেখায় বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, শিশুটিকে পানির মধ্য থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জাগো/এমআই

