চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলায় সাংবাদিকদের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা ও এক সাংবাদিককে আটকে রেখে লাঠি দিয়ে পেটানোর হুমকির প্রতিবাদ ও শাস্তির দাবিতে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্তরে জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুর নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আউয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এএইচএম হাকিম এবং দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার মাসুরা টুনি।

এ সময় উপস্থিত ছিলেন, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, মাই টিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি এ আর নয়ন, দৈনিক আকাশ খবর পত্রিকার জীবননগর ব্যুরোপ্রধান মুতাছিন বিল্লাহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান, লিটন, এ আর ডাবলু, জাহিদ হাসান, আতিয়ার প্রমুখ।

উল্লেখ্য, দামুড়হুদা ইব্রাহিমপুর মেহেরুন্নেসা পার্কের অপকর্ম পত্রিকায় প্রকাশ করলে জীবননগর সাংবাদিক সমিতির সেক্রেটারি জামাল হোসেন খোকনসহ ৫ সংবাদিকের নামে ১০০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিস ও দামুড়হুদা উপজেলা কৃষি অফিসারের কাছে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব প্রকল্পের রবি মৌসুমের পেঁয়াজের ফলোআপ বীজ ২৫০-৩০০ জনকে দেয়ার কথা থাকলেও কত জনকে দেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজার উপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে রুমের দরজা বন্ধ করে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেন। সাংবাদিকদের সাথে এমন আচরন কোন ভাকেই কাম্য নয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ