চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৩ টি সোনার বার।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ ইশতিয়াকের নির্দেশনায় ফুলবাড়ি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালায় দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে। ওই গ্রামের মাঠের পাকা রাস্তার পাশে মেহুগনি বাগান থেকে একটি পোটলা উদ্ধার করে। তবে পালিয়ে গেছে পাচারকারী।
বিজিবির দেয়া তথ্যমতে, পোটলা তল্লাশী করে ৩৪৯.২২ গ্রাম (২৯.৯৫ ভরি) ওজনের ৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৬ হাজার ১শ ৫০ টাকা।
এ ঘটনায় নায়েব সুবেদার আহসান কবির বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে। উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

