বাগেরহাটের মোড়েলগঞ্জ পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত (০৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাহাত হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের তাইনুস মিয়ার ছেলে। ঘটনার সময় সে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তার পাশে গাছে আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

