চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কর্তৃক সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে কৃষি অফিসারের বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গার সাংবাদিকবৃন্দের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হোসাইন মালিকসহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রবিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কৃষি কর্মকর্তার অফিসে তথ্য নিতে যান দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা। এসময় তথ্য না দিয়ে সাংবাদিককে দরজা বন্ধ করে লাঠি পেটা করার হুমকি দেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
এরই প্রতিবাদে মানববন্ধনে বক্তারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে জেলার বাইরে বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও আগামী সাত দিনের মধ্যে দূর্নীতিবাজ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে উর্দ্ধোতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে কৃষি অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচী গ্রহণের পদক্ষেপ নিবেন বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন, আরটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইক্রামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সাংবাদিক খায়রুল ইসলাম, হাসমত আলী, আব্দুস সামাদ, মেরাজুল ইসলাম, শরিফ রতন, জাহাঙ্গীর আলম, এমএ জলিল, বাঁধন, রিফাত, ইয়াছিন আরাফাত, মিলন প্রমুখ।
সঞ্চালনা করেন দৈনিক জনতার ইশতেহারের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান। এছাড়াও মানবন্ধনে চুয়াডাঙ্গার সকল প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়।

