ঈদের ছুটি শেষে অতিরিক্ত এক সপ্তাহ শ্রেণি কার্যক্রম বন্ধ রেখেছে রাজধানীর দুইটি মাদরাসা। সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটি শেষে গত ১৪ জুলাই খোলার কথা থাকলেও গত ২১ জুলাই পর্যন্ত এ মাদরাসাগুলো বন্ধ ছিল। গত শনিবার মাদরাসা খোলা হলেও মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমিন পরিদর্শনে গিয়ে এক মাদরাসার সুপার বা কোন শিক্ষার্থীকে পাননি।
অতিরিক্ত এক সপ্তাহ বন্ধ কাটানো মাদরাসাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমপিও স্থগিত করার উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলো এমপিও স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা কেন নেয়া হবে না-তার ব্যাখ্যা প্রতিষ্ঠান প্রধানদের কাছে চাওয়া হয়েছে।
ঈদের ছুটি শেষে অতিরিক্ত এক সপ্তাহ শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা মাদরাসাগুলো হলো, রাজধানীর বাসাবো এলাকার মাদরাসায়ে মোহাম্মাদিয়া আরাবিয়া ফাজিল মাদরাসা এবং সবুজবাগের মানিকদিয়া এলাকার এম আই দাখিল মাদরাসা। গতকাল রবিবার মাদরাসা দুইটির প্রধানকে শোকজ করা হয়।
প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো পৃথক শোকজ নোটিশে অধিদফতর বলছে, ছুটির তালিকা অনুসারে গত ১৪ জুলাই পর্যন্ত মাদরাসায় ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন বন্ধ থাকার কথা ছিল। সেই হিসাবে ১৬ জুলাই থেকে মাদরাসায় ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু গত শনিবার মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমিন এ মাদরাসাগুলো পরিদর্শনে গিয়ে দেখতে পান সেদিনই মাদরাসা খুলেছে।
অধিদফতর আরো জানিয়েছে, মোহাম্মাদিয়া আরাবিয়া ফাজিল মাদরাসায় কয়েকজন শিক্ষার্থীকে উপস্থিত পেলেও এম আই দাখিল মাদরাসায় কোন শিক্ষার্থী এমনকি সুপারকেও উপস্থিত পাননি মহাপরিচালক।
ঈদের ছুটির পর অতিরিক্ত এক সপ্তাহ মাদরাসা বন্ধ রাখা বেআইনি ও সরকারি আদেশ লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
তাই, মাদরাসাগুলোর এমপিও স্থগিতসহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা কেননা হবেনা তার ব্যাখ্যা চেয়ে দুই মাদরাসার প্রধানকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবারে মধ্যে ব্যাখ্যা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে দুই মাদরাসার প্রধানকে।

