চুয়াডাঙ্গায় সাংবাদিককে পেটানোর হুমকি কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

আরো পড়ুন

চুয়াডাঙ্গায় সাংবাদিককে লাঠি দিয়ে পেটানোর হুমকির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। এ অভিযোগ তুলেছে দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কৃষি কর্মকর্তার অফিস কক্ষে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমের ফলোআপ পেঁয়াজ বীজের তথ্য চাওয়ায় সাংবাদিকের পর ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এ ঘটনায় সাংবাদিক শামীম রেজা বিকেলে দামুড়হুদা থানায় কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান ২০২১-২২ অর্থবছরের রাজস্ব প্রকল্পের রবি মৌসুমের পেঁয়াজের ফলোআপ বীজের তথ্যের জন্য। তথ্য চাইতে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় লাঠি দিয়ে পিটানোর হুমকি দেন। বিষয়টি সকালের সময় পত্রিকার ঢাকা অফিসকে জানালে তাদের সহায়তায় সেখান থেকে শামীম রেজাকে উদ্ধার করা হয়।

শামীম রেজা বলেন, মনিরুজ্জামান একজন কর্মকর্তা হয়ে এ ধরনের আচরণ করবেন আমি ভাবতে পারেনি। তথ্য চাওয়ায় তিনি আমার ওপর কোনো কারণ ছাড়ায় ক্ষিপ্ত হয়ে এ ধরনের আচরণ করেন। আমাদের সঙ্গে যদি এ ধরনের আচরণ করে তা হলে অন্যদের সঙ্গে কেমন আচরন করেন?

এদিকে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকের হুমকির বিষয়টি তিনি এড়িয়ে যান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ