কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে রবিবার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহার পরিচালনায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস নাসিমা সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, মৎস্যজীবী মনোহর গাইন, মাছ চাষী মহসীন আলী প্রমুখ।
সভায় মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক আলোচনা করার পাশাপাশি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় ৩ জন সফল মাছ চাষীকে পুরস্কৃত করা হয়েছে। পরে উপজেলা পরিষদের পুকুরে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।
জাগো/এমআই

