শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত হয়েছে ঝিকরগাছার ‘পেন ফাউন্ডেশন’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের সনদ ও অনুদানের চেক দিয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঝিকরগাছার পেন ফাউন্ডেশনকে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে তাদের ৫০ হাজার টাকার অনুদানের চেক ও সনদ দেয়া হয়।
এদিন দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ যুব সংগঠনসহ ঢাকা বিভাগের ১৬৫ যুব সংগঠনকে অনুদানের চেক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে মোট ৮৯০টি যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল অনুদান চেক দেয়া হয়েছে।
যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ অনুদানের চেক ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. জাফর উদ্দীন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১), আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।

