কোটি টাকা হাতিয়ে নেয়া জিনের বাদশাকে ধরলো ডিবি

আরো পড়ুন

কোটি টাকা হাতিয়ে নেয়া জিনের বাদশাসহ ছয় প্রতারককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিম, ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো, আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) ও নুর হোসেন (৫০)।

বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

ডিবির ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিরা ২০১৮ সাল থেকে বিভিন্ন মানুষকে প্রতারণা করে আব্দুল মমিনকে জিনের বাদশা সাজিয়ে রাতের বেলায় ফোন দিয়ে প্রলোভন ও প্রতারণা করে বিকাশ ও নগদে এবং ম্যাগনেন্ট দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে। তারা প্রতারণা করে তিন জন থেকে মোট এক কোটি পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি আরো জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি পলাতক আসামি রিপনের কাছে রয়েছে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ