আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মাতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে সকিনা খাতুনের বয়স হয়েছিলো ৮৩ বছর।
জানা গেছে, সোমবার বাদ যোহর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর যশোর পুলেরহাটে ২য় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে ৩য় জানাজা শেষে শেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সকিনা খাতুন তিন ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মেঝ ছেলে শেখ মমিনের ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়েসে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য।
মায়ের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে আবেগী পোস্ট করেছেন এমপি আফিল উদ্দিন। তিনি লিখেছেন, ‘আপনজন যার চলে যায় সেই বোঝে সে যে কি ব্যথা, আমার গর্ভধারিণী মা জননী আর নেই। আজ সকাল ১১টা ৩০ মিনিটে এই পৃথিবীর মায়াত্যাগ করে,আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে, আমাদেরকে এতিম করে দিয়ে চলেন গেলেন আমার গর্ভধারিণী মা জননী। ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ও মা, মাগো কি এমন তাড়া ছিল যে তুমি তোমার আফিলকে এতিম করে চলে গেলে মা।ও মা তুমি যে ছিলে আমার জীবন প্রদীপ।আমার জীবনের সেই প্রদীপটা আজ নিভে গেল।আমার চারিদিক আজ কালো অন্ধকারে ছেয়ে গেছে। ও মা একটি বার তোমার এই ছেলেটিকে তোমার বুকে জড়িয়ে নাও না মা। একটিবার তোমার বুকে মাথা রেখে ঘুমাতে খুব মন চাইছে মা’গো। তুমি কেন এত অভিমানী।কেন আমাকে একা করে এই অবেলায় চলে গেলে মা।
হে পরম করুণাময়, হে মহানপাক রাব্বুল আলামিন আমার মা জননীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমিন।
সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন।’

