ঝুলন্ত যুবকের পাশে লেখা ‘পড়াশোনার চাপ সইতে পারছি না’

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরের অভয়নগরে সোহানুর রহমান (২৬) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রান্ত একই গ্রামের পল্লী চিকিৎসক হাবিবুর রহমান সরদারের ছেলে। তিনি খুলনা সরকারি বিএল কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তার বাবা হাবিবুর রহমান জানান, গত বুধবার প্রান্ত ছাড়া বাড়ির সকলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরের দুই দিন প্রান্তর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে প্রতিবেশীদের সহযোগিতায় প্রান্তের ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মরদেহের পাশে মৃত্যুর কারণ হিসেবে তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট পাওয়া যায়।

সুইসাইড নোটে লেখা ছিলো, ‘প্রিয় মা-বাবা আমার স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না। আমার শেষ ইচ্ছাটা তোমরা রেখো। আমার লাশ যেন পোস্টমর্টেম করা না হয়। আমি হঠাৎ মারা গেলাম, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না। আমার অনার্স ২য় বর্ষের রেজাল্ট দিয়েছে। তাতে আবারও ফেল করেছি। তৃতীয় বর্ষের রেজাল্টেও ফেল হবে। পড়াশোনার চাপ সইতে পারছি না। জব করে ঋণের বোঝা সামলানো সম্ভব হচ্ছে না। আসলে আমার কপাল ভালো না। আমার মোটরসাইকেলটি বিক্রি করে লোন শোধ করে দিও। আমি চলে গেলাম তোমাদের ছেড়ে অনেক দূরে। আমার কপাল ভালো হলে হয়তো বেঁচে থাকতাম। তোমার ছেলে (প্রান্ত)।’

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, বিকালে ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে সুইসাইড নোট লিখে তিনি আত্মহত্যা করেছেন। তিন পৃষ্টার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ