টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ৫ স্পিনার

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের টস জয়ের হ্যাটট্রিক করে ফেললেন তামিম ইকবাল। টানা তৃতীয়বারের মতো টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও সবমিলিয়ে ১১তমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গতবছর ঘরের মাঠেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল তামিম ইকবালের দল।

হোয়াইটওয়াশ করার মিশনে টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তামিম বলেছেন, ‘এই উইকেটে আগে ব্যাটিং করা খুব কঠিন। তাই আমরা কন্ডিশন বিবেচনা করে আবারও আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি।’

সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ১৪৯ রানে থামিয়ে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন ১০৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেদিন ৯ উইকেটে জেতে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ