কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা: দুই সন্দেহভাজন আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে একজনের নাম কাজী সোহান। গ্রেফতারকৃত অপর আসামির নাম বিকেলে জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. ইলিয়াস খান ।

তিনি বলেন সাংবাদিক রুবেল হত্যা মামলা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমরা এই মামলার আসামীদের শনাক্ত করণসহ হত্যাকাণ্ডের কারণ উৎঘাটনের অনেক কাছে চলে এসেছি। আশ করছি অতিদ্রুত সমস্ত বিষয়টি তুলে আনতে পারবো।

গত ৩ জুলাই কুষ্টিয়ার শহরের বাবর আলী গেট এলাকায় নিজ পত্রিকা অফিসে কাজ করছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। একটি ফোন কলে তিনি অফিস থেকে বের হন, তারপর আর ফিরে আসেননি। অফিসের পিয়ন মিন্টু জানান, সাংবাদিক রুবেলের পায়ের স্যাসেন্ডেল অফিস গেট থেকে অন্য কেউ পরে বের হয়েছিলো। তিনি তড়িঘড়ি করে রাত ৯টার দিকে আমার স্যান্ডেল পরে বের হয়ে যান। এদিকে রুবেলের পরিবার বলছে, তাকে অপহরণ করা হয়েছিল। পরের দিন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন রুবেলের ছোট ভাই মাহাবুব।

রুবেল দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পুলিশ জীবিত রুবেলকে উদ্ধার করতে পারেনি। ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। ৮ জুলাই কুষ্টিয়ার পৌর গোরস্তানে তাকে দাফন করা হয়।

এই ঘটনার পর থেকে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা রুবেলের হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ