তালায় নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই জেলে

আরো পড়ুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটসহ হত্যা চেষ্টার অভিযোগে তালার শাহীনুর ইসলাম নামের পুলিশের এক এএসআইকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পিতবার আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান। তালা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও বাগেরহাট জেলার মোংলা থানার চরেরহাট ক্যাম্পে কর্মরত। তার বিপি নং : ৭৬৯৬০৫৬১৩৩।

মামলার বাদী তালা সদরের বাবর আলী শেখের কন্যা ফরিদা আক্তার এবং তার ভাই আব্দুর রাজ্জাক জানান, ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ের সময় শাহীনুরকে নগদ টাকা সহ বিভিন্ন আসবাবপত্র দেয়া হয়। বর্তমানে ফরিদা ও শাহীনুর দম্পত্তির ২ কন্যা সন্তানসহ বিবাহিত বড় কন্যার ঘরে তাদের নাতি রয়েছে।

তালা উপশহরের ফরিদার পৈত্রিক ৮ শতক জমিতে বাড়ি করে বসবাসকারী শাহীনুর জমি ও বাড়ি নিজ নামে লিখে দিতে স্ত্রীকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতে থাকে। এতে স্ত্রী রাজি না হওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর শাহীনুর ইসলাম তাকে বেধড়ক মারপিট করাসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় গুরুতর আহত ফরিদাকে তালা হাসপাতালে ভর্তি করা সহ থানায় একটি মামলা দাখিল করা হয়। কিন্তু শাহীনুর পুলিশের অফিসার হওয়ায় তালা থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা নিতে অনিহা প্রকাশ করে। বাধ্য হয়ে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (পিটিশন ৫০৮/২১) দায়ের করেন। ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের জন্য তালা সদর ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিলে, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন তদন্ত পূর্বক বিজ্ঞ ট্রাইব্যুনাল আদালতে রিপোর্ট দাখিল করেন। রিপোর্টের ভিত্তিতে আদালতে মামলার (নাওশি ৮২/২২) বিচার কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ