নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচল উপশহর এলাকায় পুলিশের টিআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রুবেল আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাজধানীর ৩০০ ফিট রোডের ৬ নং ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১১ জুলাই পুলিশ জানতে পারে ৩০০ ফিট রোডের ৬ নং ব্রিজ (ভূঁইয়াবাড়ি ব্রিজ) এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) দাবি করে রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র চেক করে ড্রাইভাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি নেভি ব্লু ক্যাপ (পুলিশ মনোগ্রাম), একটি লেজার লাইট, একটি মোটরসাইকেল, একটি ভিসা কার্ড, একটি লোহার রড, তিনটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৩ জুলাই) র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময় নিজেকে ট্রাফিক পুলিশের টিআই/সার্জেন্ট পরিচয় দিয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে চেক করার নামে ভয়-ভীতি দেখিয়ে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতো। কাঞ্চন টু কুড়িল বিশ্বরোডগামী বিভিন্ন গাড়িতে সে এ কাজ করার কথা স্বীকার করেছে।

