কেশবপুরে পত্রিকার হকারকে মারপিটের ঘটনায় আটক ১

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় শুক্রবার (১ জুলা্ই) রাতে বিধান চন্দ্র দাস (৫০) নামে এক স্থানীয় ও জাতীয় পত্রিকার হকার পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনা উল্লেখ করে বিধান দাস থানায় থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় রবিন দাস নামে এক ব্যক্তিকে অঅটক করে যশোর আদালতে প্রেরণ করেছেন।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের পত্রিকার হকার বিধান চন্দ্র দাসের কাছ থেকে গতবছর ১০ হাজার ৭০০ টাকা দিয়ে একটি ছাগল কেনেন ওই এলাকার রবিন দাস। কিন্তু এক বছর অতিবাহিত হলেও ছাগল বিক্রির টাকা চাইলে রবিন দাস নানা তালবাহানা করতে থাকে। গত শুক্রবার রাতে পাঁজিয়া বাজারের বাগডাঙ্গা মোড়ে পুনরায় রবিন দাসের কাছে পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে বিধান দাসের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিন দাস নামে এক ব্যক্তিকে আটক করে শনিবার (২ জুলাই) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ