স্পোর্টস ডেস্ক: এজবাস্টন টেস্টে রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন জাশপ্রীত বুমরাহ। টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান নিয়েছিলেন জর্জ বেইলি ও ব্রায়ান লারা। আজ সেই রেকর্ড ভেঙে নিজের নাম বসালেন ভারতীয় এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে এক ওভারে ৩৫ রান করেছেন বুমরাহ।
২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। আজ সেই রেকর্ড ভেঙেছেন ভারতের পেসার বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান করে অনন্য এক রেকর্ড গড়লেন ভারতের টেস্ট অধিনায়ক। ব্রডের ওভারে রান আসে যথাক্রমে- ৪, ৫ (ওয়াইড), ৭ (নো বল), ৪, ৪, ৪, ৬ ও ১!
ভারতের ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে মাঠে নামেন বুমরাহ। ৮০ তম ওভারে দলের ৮ উইকেটের পতন ঘটলে ক্রিজে নামেন এই ডানহাতি ব্যাটার। এই রেকর্ড গড়ার আগে ৭ বল খেলে কোন রান করতে পারেন নি। কিন্তু ৮৪ তম ওভারে যেন অন্যরকম এক বুমরাহকে দেখল ক্রিকেট বিশ্ব।
ভারতীয় ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ার ক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে স্টুয়ার্ট ব্রড খুব পরিচিত নাম। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং।
আজ সেই ব্রডের বলে আরেক বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ। তবে টেস্ট ক্রিকেটের এই রেকর্ডের আশেপাশে আর কেউই নেই। সাদা পোশাকের এই ফরম্যাটে এর আগে ২৮ রান করে রেকর্ডবুকে নাম লিখিয়েছিলেন ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশভ মহারাজ।
এজবাস্টনের এই টেস্টে আরেকটি রেকর্ড গড়েছেন বুমরাহ। ভারতের প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
জাগো/এমআই

