ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের নোনি জেলার একটি টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ব্যাপক ভূমিধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ জন। ভারতীয় কর্মকর্তারা শনিবার (২ জুলাই) এমন তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সৈন্য আছেন।

সংবাদ সংস্থা এএনআই-কে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং বলেন, ‘মণিপুর রাজ্যের ইতিহাসে নোনি জেলার এ ভূমিধস সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এ বিপর্যয়ে আমরা ৮১ জনকে হারিয়েছি। নিহতদের মধ্যে রয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সৈন্য। এখনও এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে আছেন ৫৫ জন। সব লাশ উদ্ধার করতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে। উদ্ধারকাজে সহায়তা করতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই উদ্ধারকাজ সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে।’

শুক্রবার শীর্ষ সেনা ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী ওই স্থান পরিদর্শন করেছেন। এরপর মণিপুর সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ভয়াবহ ভূমিধস হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে অনেকেই সেনা সদস্য। তারা এলাকার গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণকাজ পাহারা দিচ্ছিলেন। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, রেল কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধারকাজে নেমেছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

গত সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইটে বলেছেন যে তার রাজ্যের ৯ জন জওয়ান এ দুর্ঘটনায় মারা গেছেন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‌মণিপুরে ভূমিধসে নিহতদের মধ্যে ৯ জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা। আমি শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’‌

সূত্র : এনডিটিভি, এএনআই

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ