বাগেরহাটে মেম্বরকে মারধর

আরো পড়ুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বর) ডালিম হোসাইন মাঝিকে রাতে সন্ত্রাসীরা বেধড়ক মারধর করেছে। পরে স্থানীয়রা তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়া হয়।

চিকিৎসাধীন ইউপি সদস্য ডালিম মাঝি শনিবার (১ জুলাই) সকালে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ছুটুখার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। তিনি রাতে একা বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৭/৮ জন ব্যাক্তি আকষ্কিকভাবে তার উপর হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে বাড়ির কাছে এসে অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় এলাকাবাসী রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেয়।

হামলাকারীদের মধ্যে থেকে তিনজনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান।

এরা হচ্ছে, ওই এলাকার ইয়াকুব মুন্সির ছেলে মুসুদ, আনোয়ার মুন্সির ছেলে আলম মুন্সি ও ছত্তার হাওলাদারের ছেলে তাওহিদ হাওলাদার।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ইউপি সদস্য ডালিম মাঝির সাথে কথা বলেছি। তিনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ