শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের রেকর্ড সুবিন্যাস্তকরণ ও ডিজিটালাইজেশন কাজের উদ্বোধন করেছেন যশোর জেলা প্রশাসক (ডিসি) মো. তমিজুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে তিনি উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুমে রক্ষিত নথি সুবিন্যাস্তকরণ ও ডিজিটালাইজেশন কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি ভূমি অফিসের চত্বরে একটি কাঞ্চন ফুল গাছ রোপন করেন। একই দিনে জেলা প্রশাসক, গদখালী ইউনিয়ন ভূমি অফিসে ফ্লাওয়ার লাউঞ্জ উদ্বোধন করেন।তিনি ঝিকরগাছা ভূমি অফিসের কাজের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, ঝিকরগাছা ভূমি অফিস সম্প্রতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভাড়া অফিস থেকে পারবাজারে নিজস্ব অফিসে স্থানান্তর করা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে সুবিন্যাস্ত রেকর্ডরুম। এমন রেকর্ডরুমের কারণে এখন তথ্য প্রাপ্তি সহজ হয়েছে। অর্থবছর এবং কেস নম্বর দিয়ে আলাদা আলাদা ব্যাগে রেকর্ডরুমে নথি ব্যবস্থাপনা করা হয়েছে। ফলে ঝিকরগাছায় ভূমি সেবা এখন সহজতর হয়েছে।
রেকর্ডরুম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)তুষার কুমার পাল, গণপূর্ত বিভাগের নির্বাহী আরিফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, ঝিকরগাছা সাব রেজিস্টার নারায়ন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার, পল্লি বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার টি.এম মেসবাহ উদ্দিন প্রমূখ।
জাগো/এমআই

