নিজস্ব প্রতিবেদক: যশোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সদরের বিরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বালকে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউদিয়া প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা ইভেন্টে মাহিদিয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
এদিন সকালে অনুষ্ঠিত প্রথম খেলায় বালকে ঝাউদিয়া প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মাহিদিয়া প্রাথমিক বিদ্যালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঝাউদিয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে আজিমুল হোসেন দুটি, তুষার ও আশরাফুল ইসলাম ১টি করে গেল করে।
দিনের অপর ইভেন্টে বালিকাতে মাহিদিয়া প্রাথমিক বিদ্যালয় ১-০ গেলে গোবিলা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মাহিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের গোল করেন রিক্তা ইসলাম।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এই টুর্নামেন্ট গ্রাম-গঞ্জের সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপথগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্ব বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলিয়ার রহমান, জাহিদ হোসেনসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জাগো/এমআই

