বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ (৫৮) মৃত্যুবরণ করেছেন। তিনি বুধবার (২৯ জুন) সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যাপক এ বি এম আদেল মুকুলসহ মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ।

