ঢাবিতে চান্স পেল ঝিকরগাছা সম্মিলনী মহিলা কলেজের চার শিক্ষার্থী

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পেয়েছেন যশোরের ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের চার শিক্ষার্থী।

সোমবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল ঘোষনার পরে উচ্ছ্বাসে মেতে ওঠেন ওই চার শিক্ষার্থী। এর আগে গত ৪জুন খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুযোগ প্রাপ্তরা হলেন, কৃষ্ণনগর গ্রামের নুসরাত জাহান রশ্মি, অর্পিতা সাহা শ্যামা, আফিয়া আতিকা তামান্না এবং মিশ্রিদেয়াড়া গ্রামের অঞ্জলী বিশ্বাস। তারা চারজনই মানবিক বিভাগ থেকে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

ফলাফল প্রকাশের পর তাদের অভিবাদন জানান সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমান।

তিনি জানান, এর আগেও সম্মিলনী কলেজ থেকে পাশ করে মেয়েরা দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন চান্স পেয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি ফলাফলে প্রতিবছর উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে৷

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ