ঝিকরগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুন) সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্ণামেন্টের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বালক ক্যাটাগরিতে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে। বালিকা ক্যাটাগরিতে ব্যাংদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার ওসি সুমন ভক্ত, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মাহবুবুল হক। পুরস্কার বিতরণী শেষে উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রাউটার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ