বেনাপোলে ইউপি সদস্য বাবলু হত্যার দুই আসামি আটক

আরো পড়ুন

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যার প্রধান আসামী হাকিম ও তার সহযোগী আসানুর কে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৬ জুন) ভোরে তাদেরকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।

আটক হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আঃ রশিদের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামী হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়। তাদেরকে প্রথমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরে সেখান থেকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ