চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মটরযান শ্রমিক সংস্থার নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা। নিজের অনুকূলে ভোট পাওয়ার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ৩০ জুন শ্রমিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে ত্রি-বার্ষিক এই নির্বাচন। এবারের নির্বাচন দুইটি প্যানেলে ১৩ টি পদে লড়ছেন ২৬ জন প্রার্থী। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবার দাবী করেছেন ভোটাররা।
জানা গেছে, চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। একটি হচ্ছে শাহিদুল-আতিয়ার প্যানেল ও অপারটি হচ্ছে আনিচুর-আমিনুর প্যানেল। শাহিদুল-আতিয়ার প্যানেলে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সভাপতির পদে শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সহ-সভাপতি খোরশেদ আলী ও সালাম ইলাত, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দফতর সম্পাদক হারান মিয়া, প্রচার সম্পাদক বিপুল কুমার, সড়ক সম্পাদক উজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ জুমারুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মনিরুজ্জামান ও আশাদুল ইসলাম।
অপরদিকে আনিচুর-আমিনুর প্যানেল থেকে সভাপতির পদে আনিচুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুর রহমার আমিন, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সামছুর হক মাতব্বার, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, দফতর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সড়ক সম্পাদক মাহাবুব হাসান দিপু, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবু ও আব্দুল আলিম, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন, কার্য নির্বাহী সদস্য বাবুল রহমান ও জসিম উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণাা শুরু হয়েছে। সকল প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে নিরব উত্তেজনা। প্রার্থীরা রাতদিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভোটাদের কাছে যেয়ে ভোট প্রার্থনা করছেন। এমনকি বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন।
নির্বাচন বিষয়ে নির্বাচন পরিচালনা সাব কমিটির প্রধান পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

