নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে যশোরের মানুষ স্লোগান ও ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করেছে। নতুন এক ইতিহাসের সাক্ষী হতে আসছে সাধারণ মানুষজন।
এযেনো এক মিলন মেলা। এছাড়াও যশোরের বিভিন্ন বাজার-ঘাটে সাজানো হয়েছে নানা রং এর ফেস্টু ও পতাকা দিয়ে। শনিবার (২৫ জুন) সকালে যশোর শহর ও উপজেলা বাজারগুলোতে গাড়িতে করে ঢাক-ঢোল বাজিনো, পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ধরণে গান ও ঘৌড়া গাড়ি শোভাযাত্রা বের হয় এ শহরে।
বাঁধভাঙা উচ্ছ্বাসে যশোরে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
অন্যদিকে সকাল ৮টা থেকে দলে দলে লোকজন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে সমবেত হয় যশোর শহরে। সবার মুখে মুখে আনন্দ, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা। বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তাদের। অন্যদিকে সকালে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে টাউনহল ময়দানে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের অংশিদার হতে। হাত নাড়িয়ে, হাসিমুখে ভি চিহ্ন দেখিয়ে, সেলফিতুলে, ভিডিও করে এবং কেউ কেউ ফেসবুকে লাইভ করে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখছেন।
খুলনা থেকে যশোরে আনন্দ শোভাযাত্রায় ঘোড়া গাড়িতে অংশ নিতে আসেন রফিকুল ইসলাম। তিনি বলেন, আজ পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সক্ষমতার বিজয় এনে দিয়েছেন। এতো দিন যে সকল দেশ আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলতেন। তাদের জন্য নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু সঠিক জবাব।
আগত ব্যান্ডপাটির একজন শচীন বলেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে সাক্ষী হতে পরে আনন্দ হচ্ছে। এই পদ্মা সেতুতে আমার মতো গরীব মানুষের টাকায় তৈরি, এটা ভেবে অনেক ভালো লাগছে।

