নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি, খুলনার প্রমিজ নাগ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুন) নগরীর গোবরচাকা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসিফ উদ্দিন মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রমিজ নাগের গ্রামের বাড়ি পিরোজপুর নাজিরপুরে। তিনি জ্যোতির্ময় নাগের ছেলে।

